ত্বকের যত্ন
আমাদের মুখের ত্বককে দাগহীন উজ্জ্বল রাখার জন্য কত কিছুই ব্যাবহার করি কিন্তু এঁর পরেও চোখের নিছের কালো দাগ, ব্রণ, মেছতার দাগ কোনকিছুই পিছু ছাড়তে চায়না । চোখে কালি, ব্রণ বা মেস্তার দাগ, ব্ল্যাকহেডস জমে যাওয়াসহ নানা কারণে মুখের কোনো কোনো অংশের রং পরিবর্তিত হতে দেখা যায়। পুরো মুখের ত্বক দাগহীন উজ্জ্বল রাখতে কীভাবে রূপচর্চা করতে পারেন তা জেনে নিন।
মুখে ব্রণের কালো দাগ দূর করতে ব্যবহার করুন Annex face pack
প্রথমে মুখ ধুয়ে নিন তার পর এক চা চামুচ পাউডার প্যাক তৈরী করে মুখে লাগিয়ে নিন তারপর ১৫ মি. রেখে ধুয়ে ফেলুন।
বিদ্রঃ এই প্যাক ছেলে মেয়ে উভয়েই ব্যবহার করতে পারবেন